#স্মৃতিরশহর
স্মৃতির শহর। পর্ব ১
নামঃ খান মহম্মদ মৃর্ধার মসজিদ
প্রকারঃ ঐতিহাসিক স্থাপনা/উপসানালয়/দর্শনীয় স্থান
লোকেশনঃ আতশখানা লেন, লালবাগ, ঢাকা (লালবাগ কেল্লা থেকে দক্ষিন দিকে ৫ মিনিটের হাটা দূরত্বে।
স্থাপিতঃ ১৭০৬
স্থপতিঃ জানা যায় নাই
ইতিহাসঃ
খান মোহাম্মদ মৃধা মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরানো ঢাকা এলাকার আতশখানায় অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি ১৭০৬ খ্রিস্টাব্দে ঢাকার নায়েবে নাযিম ফররুখশিয়ারের শাসনামলে নির্মিত হয়। ঢাকার প্রধান কাজী ইবাদুল্লাহের আদেশে খান মহম্মদ মৃর্ধা এটি নির্মাণ করেন। ১৭০৪-০৫ সালে তিনি নির্মাণের আদেশ দিয়েছিলেন। মসজিদটিতে সুন্নি বা হানাফি সম্প্রদায়ের মুসলিমরা নিয়মিত পাচ ওয়াক্ত নামাজ আদায় করেন।
বিশেষত্বঃ
লালবাগ দুর্গের পশ্চিমে পুরনো ঢাকায় আতিশখানায় দাঁড়িয়ে আছে সুন্দর এ মসজিদটি। এই তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির ভিত্তি প্রায় সতের ফুট উঁচু একটি প্ল্যাটফর্মের ওপর। প্ল্যাটফর্মের নীচে টানা করিডোর,পাশে ছোট ছোট প্রকোষ্ঠ. এখানে আলো বাতাশের খেলা মনোমুগ্ধকর। মসজিদ আর মাদ্রাসা ছাড়া বাকি অংশ একদমই উন্মুক্ত,ধারণা করা হয় এখানেই শিক্ষার্থীদের পাঠদান করা হতো,আর নীচের ঘর গুলো ছিল থাকার জায়গা। মসজিদের নিচে চাতালের মত যায়গায় ফুলের বাগান আছে। গেট দিয়ে ঢুকে পাথুরে বাধানো সিড়ি দিয়ে উপরে উঠে মূল মসজিদে প্রবেশ করতে হয়। এই ধরনের নান্দনিক স্থাপনা ঢাকার মসজিদের মধ্যে বিরল। একই ধরনের কাছাকাছি স্থাপত্য বৈশিষ্ট্য সম্বলিত আর একটি মসজিদ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দক্ষিন-পশ্চিম পার্শ্বে মো মুসার মসজিদ এবং বাবু বাজার বাদামতলি ঘাট সংলগ্ন দারোগা আমীর আলীর মসজিদ। প্রথমোক্তটি এখনও নামাজের জন্য ব্যাবহৃত হলেও দ্বিতীয়টি প্রায় পরিত্যক্তই বলা চলে।
কাছাকাছি উল্লেখযোগ্য স্থাপনাঃ
১। লালবাগকেল্লা
২। ফররুখ শিয়ারের মসজিদ
৩। লালবাগ শাহী মসজিদ
৪। ঘোড়া শাহ এর মাজার
৫। ঢাকেশ্বরী মন্দির।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন